সর্বশেষ

43.8 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

ঢাকা থেকে কক্সবাজার যেতে খরচ মাত্র ১৮৮ টাকা!

টপ নিউজ ডেস্কঃ ঢাকা-কক্সবাজার রেললাইন চালু হচ্ছে চলতি বছরের পহেলা ডিসেম্বর। মাত্র ১৮৮ টাকায় এ পথে ট্রেন চালুর পর ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যাবে। মেইল ট্রেনে মূলত সর্বনিম্ন এ ভাড়ার সুবিধা পাওয়া যাবে।

আজ শুক্রবার (১০ নভেম্বর) রেল সচিব হুমায়ুন কবির কক্সবাজার রেলওয়ে স্টেশনের উদ্বোধনী প্রস্তুতি পরিদর্শন করে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

রেল সচিব বলেন, ‘আমরা আশা করছি, যাত্রীবাহী ট্রেন আগামী ১ ডিসেম্বর থেকেই চলাচল শুরু করতে পারবো। সেই ট্রেনে সর্বনিম্ন ভাড়া ১৮৮ টাকা ধরা হচ্ছে। সর্বোচ্চ ভাড়া এসি বার্থে ১ হাজার ৭২৫ টাকা। এটি হবে একটি নন এসি মেইল ট্রেন। বর্তমানে যে ভাড়ার হার রেলের আছে, সেই অনুযায়ী তা নির্ধারণ করা হয়েছে।’

সচিব আরো বলেন, শুধু আন্তনগর ট্রেন চালু হবে আগামী ১ ডিসেম্বর। পরে চালু হবে কমিউটার ও মেইল ট্রেন। আগামীতে এই রুটে চালু করা হবে পর্যটক কোচ। শুধু ঢাকা নয়, কক্সবাজারে রেলপথে আসা যাবে উত্তরাঞ্চল ও দেশের অন্যান্য অংশ থেকেও। এতে করে উন্মোচন হবে যোগাযোগের নতুন পথ।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles