সর্বশেষ

39.3 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

তথ্য ফাঁসের ঘটনা তদন্তে র‌্যাবের সাইবার টিম

টপ নিউজ ডেস্ক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে সরকারি ওয়েবসাইট থেকে লাখ লাখ নাগরিকের তথ্য ফাঁসের ঘটনায়। তথ্য সরকারি কোন প্রতিষ্ঠান থেকে ফাঁস হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্বলতার সুযোগে তথ্য হ্যাক করে হাতিয়ে নেয়া হয়েছে কিনা, নাকি ইচ্ছাকৃতভাবে পাচার করা হয়েছে তথ্য- এসব বিষয় তদন্ত করছে র‌্যাব ।

রোববার (৯ জুলাই) এ তথ্য গণমাধ্যমকে জানান র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, এ ব্যাপারে আমরা কাজ করছি। পুলিশ ও র‌্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সব সাইবার টিম বিষয়টি সমন্বিতভাবে তদন্ত করছে। তদন্তে তথ্য ফাঁসের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না আমলযোগ্য অগ্রগতির আগে।

এক জায়গায় পাওয়া গেছে বিভিন্ন প্রতিষ্ঠানের সংরক্ষিত তথ্য জানিয়ে তিনি বলেন, তথ্যগুলো যে কীভাবে কোথায় থেকে এলো তা এখন পর্যন্ত বোধগম্য নয়। চেষ্টা করছি সেটাই জানার।

খন্দকার আল মঈন বলেন, কোন ধরনের তথ্য ফাঁস হয়েছে, প্রাতিষ্ঠানিক কোনো ব্যক্তির তথ্য নাকি ব্যক্তির ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে ফাঁসকৃত তথ্য কতটা গুরুত্বপূর্ণ তাও।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles