সর্বশেষ

32.3 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

দেশ ছেড়ে পালাচ্ছে হরিণ, তাই সীমান্তে নির্মাণ করা হচ্ছে বেড়া

টপ নিউজ ডেস্ক: নিজ দেশ থেকে সীমান্ত হয়ে রাশিয়ায় চলে যাচ্ছে ‘হরিণ। এ নিয়ে নরওয়ে বেশ বিপত্তিতে পড়েছে। নিয়মিত হরিণ পালানোর খেসারতও দেশটিকে দিতে হচ্ছে। তাই নিজ সীমান্তে নরওয়ে সরকার বেড়া দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দ্য মস্কো টাইমসের এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে সীমান্ত রয়েছে ১৯৮ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে নরওয়ে আগেই বেড়া দিয়েছিল ১৫০ কিলোমিটার সীমান্তে। সে–ও বহুদিন আগে, ১৯৫৪ সালে। এত পুরোনো হওয়ায় বেড়াগুলো ভেঙে পড়েছে অনেক স্থানে। এই ফাঁক গলে হরিণগুলো প্রবেশ করছে রাশিয়ার মারমানস্ক অঞ্চলের পাসভিক জাপোভেদনিক জাতীয় উদ্যানে। ওই বেড়াগুলো এখন আবার গড়ে তোলা হবে নতুন করে।

নরওয়ে সরকারের দেয়া হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত রাশিয়ায় পাড়ি দিয়েছে দেশটির ৪২টি বল্গা হরিণ। প্রতিটির জন্য ক্ষতিপূরণ বাবদ রুশ কর্তৃপক্ষ প্রায় চার হাজার ৭০০ ডলার দাবি করেছে। ঘটেছে অনেক হরিণ হত্যার ঘটনাও।

এসবের জেরেই নরওয়ের কৃষি দপ্তর সীমান্তে বেড়া নির্মাণের নির্দেশ দিয়েছে। নতুন করে বেড়া দেয়া হবে মোট সাত কিলোমিটার। আগামী ১ অক্টোবরের মধ্যে এ কাজ শেষ করতে হবে। আর এতে ৩৭ লাখ ক্রোনার খরচ হবে। দেশটির কৃষি দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘সীমান্ত পেরিয়ে রাশিয়ায় প্রবেশ করা নিষিদ্ধ কঠোরভাবে। একই আইন বল্গা হরিণের জন্যও।’

সম্পাদনায়: শাহনাজ সাফা

Sourcechannel24

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles