সর্বশেষ

43.8 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

নাসার নভোচারী দল ‘ফ্লাইস’ প্রস্তুত চাঁদ ও মঙ্গল মিশনের জন্য

টপ নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা দল ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের বিশেষ দল ‘ফ্লাইস’ চাঁদ ও মঙ্গল অভিযানের বিষয়ক প্রশিক্ষণ শেষ করেছে। নাসার অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান জনসন স্পেস সেন্টার দুই বছর ধরে তাদের প্রশিক্ষণ দিয়েছে।

নাসা ২০২১ সালে চাঁদ ও মঙ্গল অভিযানের জন্য নভোযাত্রী চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল। ১২ হাজারেরও বেশি মার্কিন নাগরিক সেই বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে আবেদন করেছিলেন। নাসার চুড়ান্ত বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাদের মধ্যে মাত্র ১২ জন এই দলে ঢোকার সুযোগ পেয়েছেন। যুদ্ধবিমানের পাইলট, বিজ্ঞানী, প্রকৌশলী, এবং ডাক্তার রয়েছেন এই ১২ জনের মধ্যে। তাদের নিয়োগ দেওয়া হয়েছে সামরিক-বেসামরিক উভয় ক্ষেত্র থেকে।

নিয়োগের পর গত দুই বছরে নাসা এই দলের সদস্যদের স্পেস ওয়াকিং, রোবোটিক্স, স্পেস স্টেশন সিস্টেমসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। এই গ্রুপটির সঙ্গে প্রশিক্ষণ নিয়েছেন আমিরাতের দুইজন নাগরিকও। সম্প্রতি শেষ হয়েছে তাদের প্রশিক্ষণ। নাসার পক্ষ থেকে সেই উপলক্ষ্যে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টোন শহরের মহাকাশ গবেষণা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই ঘোষণা করা হয় এই দলটির নাম ‘ফ্লাইস’।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles