সর্বশেষ

43.9 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

‘ফ্ল্যাশব্যাক ৭১’  সিনেমা দিয়ে পর্দায় ফিরলেন বাপ্পারাজ

টপ নিউজ ডেস্ক: বাপ্পারাজ ঢাকাই সিনেমার আশির দশকের দাপুটে নায়ক। ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্র দর্শককে উপহার দিয়েছেন তিনি। তবে অনেকদিন ধরেই এই অভিনেতা পর্দার বাইরে রয়েছেন। অবশেষে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরলেন বাপ্পারাজ।

গত ১৫ ডিসেম্বর বাপ্পারাজ অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্ল্যাশব্যাক ৭১’ মুক্তি পেয়েছে । আর মুক্তির পরই কুড়াচ্ছেন দর্শকদের প্রশংসা। তবে তিনি জানিয়েছেন এতো দিন গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় অভিনয় থেকে দূরে ছিলেন।

জানা গেছে, ‘ফ্ল্যাশব্যাক ৭১’ নির্মিত হয়েছে সরকারি অনুদানে। মূলত সিনেমাটি স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর অত্যাচারে ধর্ষিতা এক নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে। এতে বাপ্পারাজকে মেজর আকবর চরিত্রে দেখা গেছে । আর বাহার উদ্দিন খেলন সিনেমাটি পরিচালনা করেছেন। ‘ফ্ল্যাশব্যাক ৭১’ সিনেমায় অভিনয় প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, চলচ্চিত্রটির গল্পটি ভীষণ ভালো লেগেছে। মনের মতো একটি চরিত্র পাওয়ায় কাজটি কড়া হয়েছে। আশা করি, ভালো লাগবে দর্শকদেরও। সামনে ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায় কাজ করতে আমার কোনো আপত্তি নেই।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles