সর্বশেষ

37.6 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

রহস্যজনক মৃত্যু পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও তার স্ত্রীর

টপ নিউজ ডেস্ক: রহস্যজনক মৃত্যু হয়েছে পরিবেশ অধিদপ্তরের (ঢাকা অঞ্চল) পরিচালক সৈয়দ নজমুল আহসান (৫৬) ও তার স্ত্রী নাহিদ বিনতে আলমের (৪৮)।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সৈয়দ নজমুল আহসান শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে মারা যান তার স্ত্রী নাহিদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায়।

প্রাথমিকভাবে জানা গেছে, অতিরিক্ত মদ্যপানে মৃত্যু হয়েছে তাদের। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কেউ মন্তব্য করেননি।

মিরপুর মডেল থানার ওসি মুন্সী সাব্বির আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (২১ ফেব্রুয়ারি) মিরপুর-২ অফিসার্স কমপ্লেক্সে বাসায় অসুস্থ হয়ে পড়েন স্বামী-স্ত্রী উভয়। পরে নজমুল আহসানকে পরিবারের লোকজন সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময়ে বিএসএমএমইউতে ভর্তি করা হয় অসুস্থ স্ত্রী নাহিদ বিনতে আলমকে। তিনি সেখানে বৃহস্পতিবার মারা যান চিকিৎসাধীন অবস্থায়।

সৈয়দ নজমুল আহসান পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক ছিলেন। দুই মেয়ে এ দম্পতির একজনের বয়স ১২, আরেক জনের বয়স ১৫। তাদের কী কারণে মৃত্যু হয়েছে সঠিক কারণ জানা যাবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে। তদন্ত করে দেখা হচ্ছে বিষয়গুলো।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Sourcechannel24

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles