মানুষের জীবনের প্রতিটি মূহূর্তই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি মূহূর্তকেই উদযাপন করা উচিত। কিন্তু কখনও কখনও কাজের চাপে, সময়ের অভাবে উদযাপন করা সম্ভব হয় না। তাই বিশেষ মূহূর্ত উদযাপনে নির্বাচন করা হয় বিশেষ দিন বা দিবস। তবে প্রতিদিন পৃথিবী জুড়ে পালিত হয় কতশত দিবস। গুরুত্বপূর্ণ দিবসগুলো চাকুরী, সাধারণ জ্ঞান ও কুইজে একটি গুরুত্বপূর্ণ বিষয়। জেনে নিন আগস্ট মাসের গুরুত্বপূর্ণ দিবসসমূহ:

জাতীয় জাতীয়ভাবে পালিত আন্তর্জাতিক দিবসসমূহ

১ আগস্ট= বিশ্ব মাতৃদুগ্ধ দিবস।

৬ আগস্ট= পরমাণু বোমা বিরোধী দিবস, হিরোশিমা দিবস

৯ আগস্ট= নাগাসাকি দিবস, আন্তর্জাতিক আদিবাসী দিবস

১২ আগস্ট= আন্তর্জাতিক যুব দিবস, বিশ্ব হাতি দিবস

১৩ আগস্ট= আন্তর্জাতিক বাঁহাতি দিবস

১৫ আগস্ট= জাতীয় শোক দিবস

১৯ আগস্ট= বিশ্ব মানবতাবাদী বা মানবাধিকার কর্মী দিবস, বিশ্ব আলোকচিত্র (Photography) দিবস।

২০ আগস্ট= বিশ্ব মোশক দিবস

২১ আগস্ট= গ্রেনেড হামলা দিবস

২৩ আগস্ট= আন্তর্জাতিক দাস বাণিজ্য স্বরণ এবং রদ দিবস

২৪ আগস্ট= নারী নির্যাতন প্রতিরোধ দিবস।

২৭ আগস্ট= দিগুলিয়ার দেয়ারা গণহত্যা দিবস।

২৯ আগস্ট= পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস

৩০ আগস্ট= বলপূর্বক আন্তর্ধানের শিকারদের জন্য আন্তর্জাতিক দিবস।

এই হলো ২০২৩ সালের আগস্ট মাসের জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিন এবং তারিখ যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here